
About the Course
এই কোর্সের মধ্যে যা যা শিখানো হবে
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট করার জন্য ওয়ার্ডপ্রেস একটি স্বয়ংসম্পূর্ণ কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যা সম্পূর্ণ ফ্রি। আমরা যেকোনো সার্ভার এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সহজেই একটি ওয়েবসাইট তৈরী করতে পারি। যেকোনো ধরনের ওয়েবসাইট যেমন পার্সোনাল, বিজনেস, রিয়েল এস্টেট, নন প্রফিট ও ই-কমার্স ওয়েবসাইট তৈরী করতে ওয়ার্ডপ্রেস অনন্য।
এছাড়াও ড্রপসিপিং সহ যেকোনো ই-কমার্স স্টোর তৈরী করার জন্য শপিফাই প্লাটফর্ম এর বিকল্প নেই। কিভাবে ক্লায়েন্ট জন্য কমপ্লিট ই-কমার্স/ড্রপসিপিং স্টোর সকল ই-কমার্স ফাঙ্কশনালিটি সহ তৈরী করা যায় তা দেখানো হবে এই লাইভ কোর্স এ।
উইক্স, এডিটর এক্স, উইক্স ষ্টুডিও এই ৩ টি জনপ্রিয় বিল্ডার এর পাশাপাশি ওয়েবফ্লো ড্র্যাগ এন্ড ড্রপ এডিটর দিয়ে কোনো ধরনের কোডিং ছাড়াই তৈরি করা যাবে যেকোনো প্রোডাক্ট কিংবা সার্ভিস ল্যান্ডিং পেইজ, Business Website, e-Commerce store, Non-profit website কিংবা Real Estate সহ যেকোনো রেস্পন্সিভ ওয়েবসাইট।
ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে ওয়ার্ডপ্রেসের জনপ্রিয় প্লাগইন হলো উ-কমার্স যা দিয়ে সহজেই যেকোনো ই-কমার্স, ড্রপশিপিং ওয়েবসাইট তৈরি করে নিজে ই-কমার্স ব্যবসা করতে কিংবা ক্লায়েন্টের জন্য যেকোনো ফাংশনাল ও স্বয়ংসম্পূর্ণ ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে ইনকা ম করা যাবে এই কোর্স শিখে। বর্তমানে মার্কেটপ্লেসে সবচেয়ে চাহিদা সম্পন্ন স্কিল হলো এই ওয়ার্ডপ্রেস এন্ড উ-কমার্স।
স্কিল ডেভেলপমেন্ট শেষে সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট পেতে ব্র্যান্ডিং সেশন, ফ্রিল্যান্স ক্লায়েন্ট হ্যান্ডেল করতে "ইংলিশ ফর ফ্রিল্যান্স ক্লায়েন্ট হ্যান্ডেল" সেশন, ফাইভার এবং আপওয়ার্ক ক্র্যাশ তো থাকছেই। এছাড়াও ২৪ ঘন্টা কোডম্যানবিডি এর লাইভ সাপোর্ট টীম থাকবে আপনাদের সহযোগিতায়।
আমাদের সকল কোর্সের মতো এই কোর্স-এও আমাদের ২ মাস ব্যাপী ফাইভার ও আপওয়ার্ক ক্র্যাশ কোর্স থাকছে, যার মাধ্যমে আমাদের স্টুডেন্টরা অর্জিত স্কিল গুলো কাজে লাগিয়ে মার্কেটপ্লেস থেকে সঠিক গাইডলাইন এর মাধ্যমে ইনকাম পারবে ইনশাআল্লাহ।
Your Instructor
mujahid

This is placeholder text. To change this content, double-click on the element and click Change Content. To manage all your collections, click on the Content Manager button in the Add panel on the left.